আবারও তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে আরেকটি তেলের ট্যাংকার জব্দ করেছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা থাকা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে মার্কিন সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। খবর আলজাজিরার।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড বলেছে, তাদের সেনারা ওলিনা নামের ওই ট্যাংকারটিকে জব্দ করেছে। তবে কেন ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হলো, তা বলা হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রাশিয়ার তেল পরিবহণের জন্য ওয়াশিংটন ট্যাংকারটির ওপর ইতিপূর্বে নিষেধাজ্ঞা জারি করেছিল।
মার্কিন বাহিনী দুই দিন আগে আরও দুটি তেল ট্যাংকার জব্দ করেছিল। এর মধ্যে রাশিয়ার পতাকাবাহী তেল ট্যাংকার মেরিনেরাও রয়েছে, যা মূলত বেলা-১ নামে পরিচিত ছিল। মার্কিন বিচার বিভাগ বলেছে, তারা উত্তর আটলান্টিকে আটক করা জাহাজটির ক্রুদের বিষয়ে তদন্ত করছে। তাদের বিরুদ্ধে কোস্টগার্ডের নির্দেশ না মানার অভিযোগ আনা হবে।
রাশিয়া এ ঘটনাকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের ‘ঘোরতর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতি ক্রুদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
শনিবার মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর থেকে ওয়াশিংটন নিষেধাজ্ঞা থাকা তেলের ট্যাংকারগুলোর ওপর অবরোধ বজায় রাখা হবে বলে জানিয়েছে।
এই সপ্তাহের শুরুতে ক্যারিবিয়ান অঞ্চলে আরেকটি ট্যাংকার এম সোফিয়াকে জব্দ করে যুক্তরাষ্ট্র। এটিকে মার্কিন সামরিক বাহিনী ‘রাষ্ট্রহীন’ জাহাজ হিসেবে বর্ণনা করেছে। পরে পানামা জানিয়েছে, গত বছর তারা জাহাজটির পতাকা বাতিল করেছে। মার্কিন বাহিনী গেল ডিসেম্বরে ট্যাংকার স্কিপার ও সেঞ্চুরিজ নামের আরও একটি নৌযান জব্দ করেছিল।
শুক্রবার ভোরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা তেল ও গ্যাস অবকাঠামোকে আরও বৃহত্তর, উন্নত ও আধুনিকভাবে পুনর্নির্মাণের জন্য একসঙ্গে ভালোভাবে কাজ করছে। এই সহযোগিতার কারণে আমি ভেনেজুয়েলায় দ্বিতীয়বারের মতো আক্রমণের বিষয়টি বাতিল করেছি। মার্কিন সামরিক জাহাজগুলো এই অঞ্চলে মোতায়েন থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক