রাসায়নিক দিয়ে পাকানো আড়াই টন আম ধ্বংস
রাসায়নিক দিয়ে পাকানো আড়াই টন ওজনের কাঁচা আম আটক করে বিনষ্ট করা হয়েছে। গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন থেকে পিকআপ ভর্তি এসব আম আটক করা হয়। এসময় পিকআপচালক ও মালিক কাউকেই আটক করা সম্ভব হয়নি।
মৌতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদাউস মোড়ল জানান, একটি পিকআপ ভর্তি করে রাসায়নিক দিয়ে পাকানো আম দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় ওই আম আটক করা হয়। এরপর কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজহার আলীর উপস্থিতিতে সোহরাওয়ার্দী পার্কে পিকআপ দিয়ে পিষ্ট করে ওই আম নষ্ট করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজহার আলী জানান, কম খরচে বেশি লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা এসব ক্ষতিকর আম বাজারজাত করছে। আমগুলো কাঁচা ও তা রাসায়নিক দিয়ে পাকানো। এই আমের মালিককে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমের মওসুম পুরোপুরি শুরু না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।