রায়পুরে যুবলীগ নেতার হত্যাকারীদের ফাঁসি দাবি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুবলীগ নেতা মনু মিয়ার (৩৮) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার হায়দরগঞ্জ বাজারে এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমনসহ হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর উল্যা দুলাল হাওলাদার, চর আবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন গাজী ও মনু হত্যা মামলার বাদী মো. নাজিম উদ্দিন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, যুবলীগ নেতা সুমনসহ তাঁর লোকজন প্রকাশ্যে মনু মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে বাড়িঘর ভাঙচুরসহ বাদী নাজিমকে হত্যার হুমকি দিচ্ছে। এ সময় আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান বক্তারা।
জানা গেছে, ২০১৫ সালের ১৩ মার্চ সকালে হায়দরগঞ্জ বাজারে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে মনু মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরের দিন মনুর ভাগনে নাজিম উদ্দিন বাদী হয়ে যুবলীগ নেতা সুমনকে প্রধান আসামি করে রায়পুর থানায় মামলা করেন। পরে ১৫ মার্চ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনু মিয়ার মৃত্যু হয়।
মনু চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। হত্যা মামলায় যুবলীগ নেতা সুমনসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বর্তমানে আসামিরা জামিনে রয়েছেন।