রায়ের ফলে দেশের মর্যাদা বাড়বে : আইনমন্ত্রী
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ হামলা মামলার রায়ের ফলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা বাড়বে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘দ্রুত এ মামলার রায় হয়েছে। মামলার রায়ে সরকার সন্তুষ্ট। অতিদ্রুত এ রায়ের ফলে আমাদের দেশের মর্যাদা আন্তর্জাতিক পর্যায়ে বাড়বে।’
আনিসুল হক বলেন, সাতজনের ফাঁসির রায় ডেথ রেফারেন্স হিসেবে আগামী সাত দিনের মাথায় হাইকোর্টে আসবে। একজনের খালাসের বিষয়ে সরকার রায়ের কপি দেখে আপিল করবে।
হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় আজ সাত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া একজনকে খালাস দেওয়া হয়েছে। আজ দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। বিচারক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করতে বলেছেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলো জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, মো. আসলাম হোসেন র্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. মো. আবদুস সবুর খান, মো. শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। খালাস পাওয়া আসামি হলো মো. মিজানুর রহমান ওরফে বড় মিজান।
এর আগে রায়কে কেন্দ্র করে আজ আদালতপাড়া কঠোর নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়। পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কয়েক স্তরে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
চাঞ্চল্যকর এ মামলায় সরকারপক্ষে শুনানি করেন গোলাম সারওয়ার খান জাকির। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

নিজস্ব প্রতিবেদক