রুমায় কারবারিকে অপহরণ, গ্রামবাসীর দিকে গুলি
বান্দরবানের রুমা উপজেলার রিজুকপাড়া প্রধান পুচেনু মারমা কারবারিকে অস্ত্র দেখিয়ে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এদিকে সাতদিন আগে অপহৃত দুই ইঞ্জিন বোটচালকের সন্ধানে যাওয়া গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। আতঙ্কে লাফিয়ে পড়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে গ্রামবাসী। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার সদর ইউনিয়নের রিজুকপাড়া থেকে বোমাং সার্কেলের পাড়াপ্রধান (কারবারি) পুচেনু মারমাকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা।
অপরদিকে সাতদিন ধরে নিখোঁজ দুই ইঞ্জিন বোটচালক থুইনুমং মারমা ও সহকারী চালক অংথুইচিং মারমা দুজনের সন্ধানে যাওয়া গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ব্রাশফায়ারে লাফিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় গ্রামবাসী। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন এবং স্থানীয়রা অপহৃত নিখোঁজদের উদ্ধারে মাঠে নেমেছে।
পাইন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উহ্লা মং মারমা বলেন, গত বৃহস্পতিবার ইউনিয়নের তংবকপাড়া বাসিন্দা ইঞ্জিন বোটচালক দুজনকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। তারপর থেকে সাতদিন ধরে তাঁরা নিখোঁজ। বুধবার তাদের খুঁজতে গ্রামবাসী দুটি নৌকা নিয়ে পান্তলা, নাইতংপাড়ায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আতঙ্কে জীবন বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় গ্রামের লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বলেন, ‘ইঞ্জিন বোটচালক দুজনের তথ্য আমরা পেয়েছি। থানায় দুটি জিডিও হয়েছে। পাড়া কারবারিকে অপহরণের খবর পেলেও নিশ্চিত হওয়া যায়নি। আসলে তাঁকে অপহরণ করা হয়েছে, নাকি তিনি আত্মগোপনে আছেন বোঝা যাচ্ছে না। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ অভিযান চালাচ্ছে। এখনো মুক্তিপণও দাবি করেনি কেউ। গুলি বর্ষণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’