রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে দুজনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/21/sheikh-hasina-burn-institute.jpg)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সিটি গ্রুপের সিটি অটোরাইস অ্যান্ড ডালমিলসের হাকস্ ইয়ার্ডের পাইপ বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন হযরত আলী ও বেলায়েত হোসেন। তাদের বাড়ি উপজেলার গন্ধর্বপুর এলাকায়।
গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনায় দগ্ধ অবস্থায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রূপগঞ্জ থেকে আসা দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মো. হযরত আলী শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া মো. বেলায়েত হোসেন রোববার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। মো. সিরাজুল ইসলাম নামের আরো একজন চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।