রোহিঙ্গা শিশুদের জন্য সেসেমি স্ট্রিটের দুই মাপেট

Looks like you've blocked notifications!
রোহিঙ্গা শিশুদের জন্য দুই পুতুল চরিত্র নুর ও আজিজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের শিশুদের জন্য ব্যাপক জনপ্রিয় সেসেমি স্ট্রিটের সিসিমপুর অনুষ্ঠানটি। এবার মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শিশুদের জন্য তাদের ভাষায় মাপেট বা কথক পুতুল চরিত্র নিয়ে আসছে সেসেমি স্ট্রিট। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া শত-শত রোহিঙ্গা শিশুকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হবে।

নুর ও আজিজ—ছয় বছর বয়সী জমজ কথক পুতুল চরিত্র রোহিঙ্গা শিশুদের বিভিন্ন বিষয়ে সচেতন করবে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সেসেমি স্ট্রিট তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, ‘নুর ও আজিজ বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া দুই শিশু চরিত্র। তারা খেলাধুলা, গল্পবলা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক বিষয় উপভোগ করে থাকে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সাল থেকে সাত লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। এর মধ্যে অর্ধেকই শিশু।

এদিকে করোনা মহামারি শুরু হওয়ার পর বিভিন্ন পরিষেবায় বিঘ্ন ঘটায় পাচার ও বাল্যবিবাহ বাড়ার কথা জানিয়ে সতর্ক করেছে সহায়তাকারী সংস্থাগুলো।

সেসেমি ওয়ার্কশপের শেরি ওয়েস্টিন জানিয়েছেন, ‘নুর ও আজিজ মিডিয়ার মধ্যে প্রথম দুই চরিত্র, যারা দেখতে রোহিঙ্গা শিশুদের মতোই।’

সেসেমি ওয়ার্কশপ জানিয়েছে, রোহিঙ্গাদের সমৃদ্ধ সংস্কৃতি ও তাদের ওপর গবেষণা চালিয়ে তৈরি হওয়া নুর ও আজিজ চরিত্র খেলাধুলার মাধ্যমে শিশুদের বিভিন্ন ধরণের শিক্ষা দেবে।’