লকডাউনে বিয়ের আয়োজন করায় বর ও কনেপক্ষকে জরিমানা
কঠোর লকডাউনের প্রথম দিনেই বিয়ের আয়োজন করায় দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় বর ও কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ।
অভিযানে বরের চাচাত ভাই মো. কায়েমকে ১০ হাজার টাকা আর কনের মামা আবদুল মান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে মান্নান উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অধ্যাপক হেলাল আহমদ বাড়ির আবদুল মোতালেবের ছেলে এবং কায়েম একই এলাকার মো. ইউছুফের ছেলে।
এই বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ বলেন, স্বাস্থ্যবিধি না মেনে ও সরকারি বিধিনিষেধ না মেনে বিয়ের আয়োজন করায় বর ও কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।