লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার তিন যুবক কারাগারে
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, আজ ভোরের দিকে তাদের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মাহমুদুল হাসান রিপন, আলম উদ্দিন ও মো. বাবুল।
পুলিশ আরও জানায়, তারা পাঁচপাড়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, টর্চ লাইট ও কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।