লক্ষ্মীপুরে গৃহবধূর গায়ে আগুন, ৯ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে শরীরে কেরোসিন ঢেলে রাশেদা বেগম নামের এক গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রাশেদা চরউভূতি গ্রামের জাহের হোসেনের স্ত্রী। এ ঘটনায় রাশেদার ভাই বাদী হয়ে সদর মডেল থানায় নয়জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
আজ বুধবার দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে কেরোসিন ঢেলে রাশেদার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে রাশেদার শরীরের ৫০ ভাগ ঝলসে গেছে। বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
এ মামলায় আসামিরা হলেন মাইন উদ্দিন, শাহজাহান, লিটন, আশরাফ ও অজ্ঞাতপরিচয় পাঁচজন। আসামিরা সবাই রাশেদার দেবরের শ্বশুর বাড়ির আত্মীয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি স্বর্ণের চেইন নিয়ে দীর্ঘদিন ধরে দেবরের শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে রাশেদার শ্বশুর বাড়ির বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার বিকেলে দেবরের শ্বশুর বাড়ির লোকজন রাশেদার শরীরে পূর্বপরিকল্পিতভাবে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় দ্রুত অভিযুক্তরা পালিয়ে যায়। আগুনে শরীর ঝলসে যাওয়ায় রাশেদার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। রাশেদা তখন অভিযুক্তদের নাম-পরিচয় বলেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আগুনে রাশেদার শরীরের ৫০ ভাগই পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, রাশেদার ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।