লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবুল হোসেন (৪৮) ও ফাহাদ হোসেন (২১) নামে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার শিশু পরিবারের (বালক) সামনে ও রামগঞ্জ উপজেলা শহরের বাস টার্মিনাল এলাকায় পৃথক দুর্ঘটনায় তারা মারা যান।
নিহত বাবুল লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকার রাজিবপুর হোটেলের বাবুর্চি ও রাজিবপুর এলাকার আবদুস সাত্তারের ছেলে।
অপর নিহত ফাহাদ রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের প্রবাসী গোলাম সিদ্দিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবুল বাবুর্চি সকাল সাড়ে ১০টার দিকে রেস্টুরেন্ট থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সাহাপুর এলাকার শিশু পরিবার কার্যালয়ের সামনে পৌঁছালে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বেলা ১১টার দিকে রামগঞ্জ উপজেলা শহর থেকে মোটরসাইকেল চালিয়ে ফাহাদ বাড়ি যাচ্ছিলেন। এ সময় রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ফাহাদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এ সময় সিএনজিচালিত অটোরিকশাচালক পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় ফাহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ ছিল না। তাই বিনা ময়নাতদন্তে ফাহাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।