ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টায় মাধবকাটি এলাকার ছয়ঘরিয়া ওহাব বিডিআরের ঘেরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সদর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৩টায় সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জয় ও শিহাবুজ্জামান নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
নিহত জয় (২০) সাতক্ষীরা সদরের মুনজিপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে আর শিহাবুজ্জামান (২২) একই উপজেলার মাছখোলা গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়।