লক্ষ্মীপুরে ভোররাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে নাসরিন আক্তার (৩৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। আজ বুধবার ভোররাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন ওই গ্রামের প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।
এদিকে নাসরিনের মৃত্যুতে সদর হাসপাতাল এলাকায় স্বজনদের কান্নার রোল পড়ে।
নাসরিনের স্বামী ফারুক ও ছেলে নাইমুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে তাঁরা তিনজন একই বিছানায় ঘুমান। ফজরের আজানের পর নাসরিন ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় কে বা কারা তাঁকে কুপিয়ে রক্তাক্ত করে। চিৎকার শুনে তাঁরা ঘর থেকে বের হলে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখতে পান। তবে ঘাতকের চেহারা দেখা যায়নি। পরে নাসরিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ‘নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। তবে কী দিয়ে আঘাত করা হয়েছে, তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছিলাম। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।’