লক্ষ্মীপুরে শিশু ধর্ষণে যুবকের যাবজ্জীবন
লক্ষ্মীপুরের রামগতিতে চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. বেলাল নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।
বাদীর আইনজীবী বিশেষ সরকারি কৌঁসুলি (এপিপি) আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি বেলাল শিশুটিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ে তার ৫০ হাজার টাকাও জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি বেলাল রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকার মো. সেলিমের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্রে জানা গেছে, ধর্ষিত শিশুর বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং জীবিকার তাগিদে মা চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করেন। নানির কাছে রেখে যাওয়া হয় শিশুটিকে। শিশুটিকে ঘুমে রেখে বাড়ির পাশের বাগানে নানি সুপারির খোল আনতে যান। কিছুক্ষণ পরই নাতনির চিৎকার শুনে নানি এসে দেখেন বেলাল ঘর থেকে বের হয়ে যাচ্ছে। বেলালকে আটকানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে ঘরে ঢুকে নাতনি সালোয়ার খোলা ও গোপনাঙ্গ রক্তাক্ত অবস্থায় দেখতে পান। বেলাল ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর ভোরে রামগতি উপজেলায় এ ঘটনা ঘটে।
ওই দিনই নাতনির ধর্ষণের ঘটনায় নানি বাদী হয়ে বেলালের বিরুদ্ধে রামগতি থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত বেলালকে আজ এ সাজা দেন।