লাইসেন্স না থাকায় ২ ইটভাটাকে জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় দুটি ইটভাটার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রামকৃষ্ণদী এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেছারউদ্দিন।
দুই ইটভাটার মধ্যে আপন ব্রিকসের মালিককে দুই লাখ টাকা এবং সাজিদ ব্রিকসের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেছারউদ্দিন জানান, তিনটি সুনির্দিষ্ট অভিযোগে ইটভাটা দুটিকে জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানের কোনোটিরই লাইসেন্স নেই, মাটি আনার অনুমোদন নেই এবং ছিদ্রযুক্ত ইট উৎপাদনের রেশিওর ব্যবস্থাপনা ঠিক নেই। তাই দুটি প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক নুর কুতুবে আলম সিদ্দিক ও সিরাজদীখান থানার পুলিশ সদস্যরা।