দুমকিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
পটুয়াখালীর দুমকি উপজেলার লোহালিয়া নদী তীরের সন্তোষদি এলাকায় ‘ফেমাস ব্রিক্স’ নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুর ২টায় এই অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের খাস জমিতে ফসলের ক্ষেত ধ্বংস করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করা হয়। গত বছরও অবৈধ এই ইটভাটায় অভিযান চালায় প্রশাসন। তখন ইটভাটার শ্রমিকরা প্রশাসনের উচ্ছেদ অভিযানে বাধা দেয় এবং অভিযানিক দলের সদস্যদের ওপর হামলা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযান অসম্পন্ন রেখেই অভিযান শেষ করতে বাধ্য হয় প্রশাসন। তখন অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়।
এবার এই ইটভাটার মালিক আংশিক উচ্ছেদ হওয়া ইটভাটায় পুনরায় অবৈধভাবে ইট উৎপাদন ও বিক্রি শুরু করেন। বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসন আবার অভিযান চালায়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। পানি ছিটিয়ে পুরো ভাটার ইট নষ্ট করে দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ মতে কিছু সরকার অনুমোদিত পদ্ধতি অনুসরণ করতে হয়। এই ফেমাস ব্রিকসের তার কোনোটাই অনুসরণ করা হয়নি। এমন কি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকেও কোনো লাইসেন্স নেওয়া হয়নি। আমরা বার বার তাদেরকে নোটিশ দেওয়ার পরও তারা ইট প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে। তাই আজক জেলা প্রশাসনের আদেশ মতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)