লালবাগে মদপানে যুবকের মৃত্যু
রাজধানীর লালবাগ এলাকায় বন্ধুদের সঙ্গে মদপানে মো. আলী (৩০) নামে এক যুবক মারা গেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকেলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
পরিবারের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, মো. আলী পেশায় একজন ব্যবসায়ী। গতকাল শনিবার তিনি বন্ধুদের সঙ্গে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে পরিবার। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যায়। আজকে বাসায় বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে আবার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, মো. আলীর পরিবার থানায় এসেছিল। তারা মদপানে মৃত্যুর বিষয়টি জানান। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।