খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
খালিশপুর থানা। ফাইল ছবি
খুলনার খালিশপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ইশান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ইশানের মৃত্যুর খবর শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা