শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ। পদ্মা নদীর তীব্র স্রোতে এবং বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় রাত ৭টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, পদ্মা নদীর তীব্র স্রোত ও বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ৭টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘাট এলাকায় অল্পসংখ্যক গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়। তবে এখন থেকে আগামীকাল সকালে আলো দেখা না পর্যন্ত ফেরিতে কোনো ধরনের যানবাহন উঠানো হবে না।
উল্লেখ্য, এর আগে গতকাল রোববার রাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিকেল থেকে আজ সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।