ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট দেখানোয় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।
নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, রাত ১২টা থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত আড়াইটার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এসময় পাটুরিয়া ঘাটে তিনটি এবং দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি নোঙর করে রাখা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় আসা কিছু যানবাহন আটকে আছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। এরপর অপেক্ষমান যানবাহনগুলোকে নৌরুট পারাপার করা হবে বলে জানান নাসির মোহাম্মদ চৌধুরী।