শুক্রবারে ঈদের কেনাকাটায় উপচেপড়া ভিড়
পবিত্র ঈদুল ফিতর আর কয়েকদিন পরেই। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় রাজধানীর শপিংমলগুলোতে ছিল উপচেপড়া ভিড়। রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং মল, শান্তিনগরের ইস্টার্ণ প্লাস, শনিরআখড়ায় আরএস টাওয়ার, টিকাটুলির রাজধানী মার্কেট, ধানমন্ডির সীমান্ত স্কয়ার শপিং মলে গিয়ে দেখা গেছে উপচেপড়া ভিড়।
বসুন্ধরা শপিং মলে দেখা গেছে, প্রবেশ মুখ, চলন্ত সিঁড়ি আর লিফটগুলোর সামনে ক্রেতা-দর্শনার্থীর ভিড়। অনেকে পুরো পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন। সেখানে আড়ং, এস্টাসি, জ্যোতি, মনেরেখো, বাটা, এপেক্স, পুমা, ইয়েলো, কিউরিয়াস, ইনফিনিটি মেগামল, ইজি, জারা, প্লাস পয়েন্ট, সেইলর, জেন্টলপার্কসহ প্রায় সব দোকানেই ক্রেতারা নিজেদের পছন্দের পোশাক বেছে নিছেন। আর দোকানিরা দম ফেলানোর ফুরসত পাচ্ছেন না।
উত্তরার বাসিন্দা হাবিব রহমান এনটিভি অনলাইনকে বলেন, উত্তরাতে বেশ কয়েকটি শপিং মল থাকলেও রাজধানীর বসুন্ধরা সিটিতে না এলে মনে হয় কিছু মিস হলো। কারণ এখানে সব ধরনের পণ্য ও পোশাক পাওয়া যায়। পুরো পরিবারের সকল পোশাক, শাড়ি ও ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ের জন্য বসুন্ধরা সিটিতে সব সময় আসি। আর ঈদের শপিং এর জন্য বসুন্ধরা সিটিই আমাদের কাছে বেস্ট।
হাবিব আরও বলেন, এবারের ঈদে অনেক ধরনের নতুন ডিজাইনের কাপড় এসেছে। তবে শাড়ি ও অন্য কাপড়ে দাম একটু বেশি মনে হচ্ছে। পছন্দ হওয়ায় দামের দিকে তাকাচ্ছি না। মনের মতো পণ্য পেয়ে খুশি।
এদিকে বসুন্ধরা শপিং মল ও শান্তিনগরের ইস্টার্ণ প্লাসে নারীদের শাড়ির দোকানগুলোতেও ভিড় দেখা গেছে। বসুন্ধরা সিটির ছোঁয়া, জামদানি হাউস, জ্যোতি, নীলাচল শাড়িজে বিক্রেতারা নিজেদের সংগ্রহে থাকা শাড়ি মেলে ধরছেন ক্রেতাদের সামনে। সেখানকার এক শপিং মলে বিক্রেতা বলেন, ঈদ আর কয়দিন পরেই। শাড়ি কেনাকাটা ভালোই হচ্ছে। দেশি শাড়ি থেকে এবার বিদেশি শাড়ির প্রতি মানুষের আগ্রহ বেশি। চাঁদরাত পর্যন্ত আমাদের এভাবে কেনাবেচা হলে বিগত কয়েক বছরের লোকসান পুষিয়ে নেওয়া যাবে।