শেরপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা
শেরপুরের শ্রীবরদীতে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গতকাল রোববার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বানিয়াপাড়ায় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন বানিয়াপাড়া এলাকার ঘোড়াপ্রেমী আবুল হাশেম।
শেরপুর ও পাশের জেলা জামালপুর থেকে প্রায় ১০ ঘোড়াসহ প্রতিযোগী এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। কদম ও দাপট নামে দুটি পৃথক আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মোট চার রাউন্ডে এই প্রতিযোগিতা চলে। প্রতি রাউন্ডে ক্রমানুসারে তিনটি ঘোড়াকে বিজয়ী ঘোষণা করা হয়।
চার রাউন্ডেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারের মধ্যে ছিল টেলিভিশনসহ বিভিন্ন গৃহসামগ্রী।
ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির পরিচালক মোরাদুজ্জামান বলেন, ‘গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছর এমন আয়োজন করে আসছি। এবার বানিয়াপাড়া এলাকার ঘোড়াপ্রেমী আবুল হাশেমের উদ্যোগে এই আয়োজন করে এই আয়োজক কমিটি।’