শেরপুরে দিনমজুর হত্যায় সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
শেরপুরের শ্রীবরদীতে দিনমজুর শেখবর আলী হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক নেতাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ প্রথমে ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান রাজাসহ চার জনকে গ্রেপ্তার করে। পরে র্যাব-১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির গ্রেপ্তার হন প্রধান আসামি জাকির হোসেন জিকো।
নিহত শেখবরের ছোট ভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় আরও ১৫জন অজ্ঞাত আসামি রয়েছেন। সে মামলায় এই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে র্যাব-১৪-এর জামালপুর কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের করে কোম্পানি কমান্ডার আশিকউজ্জামান গণমাধ্যমকর্মীদের কাছে খুন ও গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানান।
কোম্পানি কমান্ডার আশিকউজ্জমান বলেন, ‘বুধবার হত্যাকাণ্ডটি ঘটার পর ছায়াতদন্ত শুরু করে র্যাব। র্যাব জানতে পারে, শেখবর আলী ও ওই এলাকার জাকির হোসেন জিকোর পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সে বিরোধেই খুন হয়েছেন শেখবর আলী।’
আশিকউজ্জমান জানান, ছায়াতদন্ত শুরুর পর বৃহস্পতিবার রাতে শ্রীবরদীর বালিজুড়ি এলাকার বনের ভেতর থেকে মামলার প্রধান আসামী জিকোকে গ্রেপ্তার করে র্যাব-১৪-এর সিপিসি-১-এর দলটি।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন এ মামলার অন্যতম আসামি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান রাজা। সঙ্গে গ্রেপ্তার হন প্রধান আসামি জিকোর স্ত্রীসহ আরও তিন জন।