শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে শেফালী বেগম জয়ী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/28/shefali-begum.jpg)
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেফালী বেগম জয়ী হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
শেফালী বেগম উপজেলার ১২০টি কেন্দ্রে এক লাখ ৮৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমায়ন বাবর পেয়েছেন চার হাজার ৩৩৩ ভোট।
উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহম্মেদ জানান, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের শেফালী বেগমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাঁর প্রাপ্ত ভোট এক লাখ ৮৮ হাজার ৮১৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হুমায়ন বাবরের প্রাপ্ত ভোট চার হাজার ৩৩৩।
২০২০ সালের ৪ নভেম্বর শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা মৃত্যুবরণ করেন। ফলে পদটি শূন্য হওয়ায় তাঁর স্ত্রী শেফালী বেগম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন।