শ্রেণিকক্ষে শিক্ষককে লাঞ্ছনা, আ.লীগ নেতা কারাগারে
মাদারীপুরে শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেপ্তার সদর উপজেলা আওয়ামী লীদের সদস্য দেলোয়ার খাঁকে (৬৫) কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কালিকাপুর গ্রামের বাড়ি থেকে সদর থানা পুলিশ দেলোয়ারকে গ্রেপ্তার করে। এর আগে সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষক কাজী এনামুল হক, দেলোয়ার খাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
গ্রেপ্তার দেলোয়ার খাঁয়ের বাড়ি উপজেলার কালিকাপুর ইউনিয়নে।
ভুক্তভোগী ও থানা সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৪৩ নম্বর ওয়ার্ডে সাবেক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চার বছর ধরে শিক্ষকতা করছেন এনামুল হক। এদিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খাঁয়ের মামাতো ভাই আক্তার খাঁ একই বিদ্যালয়ের সামনে একটি পুরি-সিঙ্গারার দোকানের ব্যবসা করতেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে নিয়মিত বাইরের দোকান থেকে পুরি-সিঙ্গারা খেতে নিষেধ করে শিক্ষক এনামুল হক। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন দেলোয়ার খাঁ।
গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন দেলোয়ার খাঁ হঠাৎ প্রবেশ করে শিক্ষার্থীদের সামনে শিক্ষক এনামুল হককে এলোপাথাড়ি মারধর করে। পরে বিভিন্ন হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক এনামুল হক থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা নেয়। পরে অভিযুক্ত দেলোয়ার খাঁকে গ্রেপ্তার করে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম বলেন, ‘দেলোয়ার খাঁ আমাদের উপজেলা আওয়ামী সদস্য। তবে, গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’