সংস্কারকাজের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় ৩ কিমি যানজট
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পডেছে হাজার হাজার যাত্রী ও যানবাহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ বুধবার সকাল ১০টা থেকে সংস্কারকাজের কারণে এ যানজট সৃষ্টি হয়।
জানা যায়, কয়েকদিন ধরে উপজেলাধীন মহাসড়কের কেরানীহাট, তেমুহনী, মৌলভীর দোকান, সাতকানিয়া রাস্তার মাথা, হাসমতের দোকানের সামনের এলাকায় সড়কে সংস্কারকাজ শুরু করে সওজ। দীর্ঘ প্রায় তিন কিলোমিটার এলাকায় তাদের এ কাজ শুরু হলে এতে সড়কে চট্টগ্রাম-কক্সবাজার উভয়মুখী শত শত যানবাহন যানজটের কবলে পড়ে। সড়কের উভয় পাশে আটকে পড়া হাজার হাজার যাত্রীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছ হয়।
উত্তর দিকে কেরানীহাট থেকে মৌলভীর দোকান আর দক্ষিণ দিকে কেরানীহাট থেকে মিঠাদীঘি পর্যন্ত যানজট দেখা যায়।
স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসব সংস্কারের কাজ ছুটির দিনে করলে সুবিধা। এতে যানজট কম হয়। এখন সবার ব্যস্থতা আর গরমের তীব্র তাপের মধ্যে আমরা অতিষ্ঠ এবং অসুস্থ হয়ে পড়ছি। এ ছাড়া দুই থেকে তিনটি জরুরিসেবা অ্যাম্বুলেন্স যানজটে আটকে থাকতে দেখেছি।’
শ্রমিকনেতা ও জিয়াউল রেন্টেকারের মালিক জিয়াবুল হক বলেন, ‘সংস্কার কাজের কারণে সৃষ্ট যানজটে গাড়ি নির্দিষ্ট সময়ে গন্ত্যব্যে পৌঁছাতে পারছে না। ফলে শিডিউল বিপর্যয় ঘটছে।’
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ বলেন, ‘সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মহাসড়কে সংস্কারকাজ করায় এ যানজট সৃষ্টি হয়েছিল। মহাসড়কের কয়েকটি অংশে সংস্কার করায় ওই অংশে যান চলাচল ধীর গতি থাকায় কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে।’
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, রাস্তার অবস্থা খুবই খারাপ। যদি সংস্কার না করি, তাহলে দুর্ঘটনা এবং যাতায়াতে কষ্ট হবে। রাস্তার কাজ চলাকালীন যাত্রীদের কিছুটা সমস্যা হলেও রাস্তা সংস্কার হলে সবার লাভ হবে। আমরা পুলিশকেও জানিয়েছি। যানজট রোধে তাদের সহায়তা চেয়েছি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ চলছে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার কাজ হবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, ‘মহাসড়কে যানজট হচ্ছে, পুলিশ সদস্যরা কাজ করছে। আশা করছি যানজট কমে আসবে।’