সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই বখাটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা গ্রামের মিথুন ভাবুক (২৬) ও সত্য পাণ্ডে (২৪) ওই ছাত্রীর মুখে ওড়না পেচিয়ে একটি মাছের ঘেরে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় ওই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এরপর ওই স্কুলছাত্রী বাড়ি ফিরে এসে ঘটনাটি তার মা-বাবাকে জানায়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ