সরকারের পতন ঘটিয়ে যুবদল ঘরে ফিরবে : সাইফুল আলম নিরব
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব বলেছেন, ‘এই সরকার জনগণের ভাতের অধিকার, ভোটের অধিকার হরণ করেছে। তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ভোটহীন এই সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে যুবদল ঘরে ফিরবে।’
গাজীপুরের টঙ্গীতে খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় আজ বুধবার গাজীপুর মহানগর যুবদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, ‘অবৈধ অনৈতিক সরকার দেশ ও জনগণকে জিম্মি করে আরাম আয়েশে জীবনযাপন করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে, গণতান্ত্রিক ভোট ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এ অবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠার আরেকটি সংগ্রাম আমরা করতে চাই। আন্দোলনের মাধ্যমে অবৈধ এই সরকার পতনের দায় দায়িত্ব যুবদল নেবে ইনশাআল্লাহ।’
গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, সহসভাপতি জাকির হোসেন নান্নু, মজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু, মহসিন হোসাইন বিদ্যুৎ, গাজীপুর মহানগর বিএনপির নেতা মাহবুবুল আলম শুক্কুর, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সরকার জাবেদ আহমেদ সুমন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, বিএনপির নেতা আব্দুর রহিম খান কালা, যুবদল নেতা আকবর হোসেন ফারুক, শামীম আহমেদ বাবু, বেনজির আহমেদ পিন্টু, নাজমুল খন্দকার, সেলিম কাজল, মোশারফ হোসেন, আতিক হাসান, রমজান হোসেন বিল্লাল, সোহেল রানা বাবু, জাকির সরকার প্রমুখ।