সরকার শুধু প্রতিহিংসাই নয়, অমানবিক আচরণ করছে : ড. মোশাররফ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে জানিয়ে চিকিৎসার জন্য অবিলম্বে তাঁকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে বিএনপি। আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া শেষে এ আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিদেশে চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়, সরকারই বাধা এমন মন্তব্য করেছেন তিনি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলীয় প্রধান খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে প্রতিদিনই কোনো কোনো কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি। আজ বাদ জুমা সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়ায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতাসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া শেষে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেন, দেশে যথাযথ চিকিৎসা সম্ভব নয় বিএনপি চেয়ারপারসনের, তাই অবিলম্বে বিদেশে পাঠানো প্রয়োজন তাঁকে।
শুধু প্রতিহিংসায়ই নয়, বেগম জিয়াকে বিদেশে না পাঠিয়ে সরকার অমানবিক আচরণ করছে বলেও অভিযোগ করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের নেত্রীর শারীরিক অবস্থা খারাপ এবং দিন দিন খারাপের দিকে যাচ্ছে। নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসা পর্যন্ত সুযোগ দিচ্ছে না। আইনের কথা বলে লাভ নাই। আইনজীবীরা বলেছে, কোনো বাধা নেই, বাধা হচ্ছে সরকার। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাতে করে যেতে পারে, সরকারকে সে সকল বাধাগুলো দূরীভূত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’