সর্বাত্মক আন্দোলনে প্রস্তুত যুবদল : টুকু
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনস্বার্থে সর্বাত্মক আন্দোলনে প্রস্তুত রয়েছে যুবদল। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণের প্রস্তুতি সভায় এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দেশের সব কাঠামো ভেঙে তছনছ করে দিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বাকস্বাধীনতা হরণ করেছে। বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। এ থেকে পরিত্রাণের একমাত্র পথ এ সরকারকে বিদায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আর সে জন্য দেশের কোটি কোটি যুবক আজ প্রস্তুত রয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মওলা শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুর রহমান এনামের পরিচালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
সভায় যুবদল সভাপতি টুকু আরও বলেন, খুলনায় সরকারি ধর্মঘট ও হামলা ভেঙে সমাবেশ সফল করতে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেকোনো নির্দেশনা যুবসমাজ পালন করতে বদ্ধপরিকর। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাআল্লাহ।
সভায় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির সমাবেশ দেখে সরকারের মন্ত্রীরা উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছেন। জনসভায় জনস্রোত দেখে তারা ভয় পেয়ে গেছেন। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। আপনারাও আর ক্ষমতায় থাকতে পারবেন না। সময় থাকতে পদত্যাগ করুন, নইলে পালানোর পথ খুঁজে পাবেন না।