এখনই পদত্যাগ করুন, নইলে পালাবারও সময় পাবেন না : টুকু

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ফাইল ছবি
ক্ষমতাসীন সরকারের উদ্দেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘এখনই পদত্যাগ করুন, নইলে পালাবারও সময় পাবেন না। বাংলাদেশের মানুষ এই মূহুর্তে শেখ হাসিনার পতন চায়। অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে তারা।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জনসমাবেশে আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে এ কথা বলেন তিনি।
টুকু বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। তার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে।’
নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করা। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে যুবদল অনেক শক্তিশালী।’
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে কারাগার থেকে মুক্তির দাবি জানান তিনি।