সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/07/saatkssiiraa-greptaar.jpg)
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ। ছবি : এনটিভি
সাতক্ষীরায় বিএনপি নেতা ও সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার (৬ মে) রাত ৯টার দিকে আলীপুরে নিজ বাসা থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০২২ সালের ২ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে আব্দুর রউফসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় চেয়ারম্যান আব্দুর রউফ জামিনে ছিলেন। শনিবার দিনগত রাতে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, আজ রোববার (৭ মে) আব্দুর রউফকে আদালতে পাঠানো হবে।