সাতক্ষীরায় ছাত্রদল নেতা চন্দনসহ গ্রেপ্তার ১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলার রায় ঘোষণার পর থেকে সাতক্ষীরায় ছাত্রদল নেতা চন্দনসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালত চত্বর থেকে ৪ বিএনপি নেতাকে আটক করা হলেও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুর রহমান চন্দনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয় পুলিশ।
এছাড়া মঙ্গলবার দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন সময়ে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—শ্যামনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম, শ্যামনগর সদর ইউনিয়নের বিএনপি নেতা লিয়াকত আলী বাবু। এছাড়া কলারোয়ার জয়নগর ইউনিয়নের মো. মফিজুর রহমান, গাজনা গ্রামের আব্দুল মালেক, ফয়জুল্লাহপুর গ্রামের দবীর উদ্দিন, একই এলাকার মো. কামরুজ্জামান শাহীন ও মিজানুর রহমান, সোনাবাড়িয়ার মো. মিলন ওরফে শাহানূর, হেলাতলা ইউনিয়নের আমানুল হক, চন্দনপুর ইউনিয়নের সালাম মাহমুদ, কাঁদপুর গ্রামের আতাউর রহমান, লাঙলঝাড়া আরিফুল ইসলাম, কেড়াগাছি ইউনিয়নের সাইফুল ইসলাম, একই এলাকার আস্তানুর রহমান, দেয়াড়া ইউনিয়নের কবির আহমেদ।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, ‘নাশকতা সৃষ্টির পরিকল্পনা করায় তাদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।’