সাতক্ষীরায় সাফজয়ী ক্যাপ্টেন সাবিনা ও প্রান্তির বাড়িতে উৎসব, শহরে শোভাযাত্রা
সাফ চাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সাতক্ষীরায় আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ক্রীড়া সংস্থা। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার সময় শহরের তুফান কোম্পানির মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
এ সময় শোভাযাত্রা উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাইদুল ইসলাম শাহীন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম খান, রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জেলা নারী ফুটবল দলের কোচ কৃতী খেলোয়াড় জাতীয় দলের ডিফেন্ডার আফিদা প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা অ্যারিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টাসহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা।
আনন্দ শোভাযাত্রা শেষে জেলা ক্রীড়া সংস্থার নেতারা ফুল ও মিষ্টি নিয়ে সাফ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, কৃতী খেলোয়াড় মাছুরা পারভীন ও শহরের সুলতানপুরে অবস্থিত আফিদা প্রান্তির বাসায় যান। সেখানে উপস্থিত প্রান্তির মা-বাবাসহ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।পরে মিষ্টি মুখ করান।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার নেতা ও বিভিন্ন জায়গা থেকে আসা ক্রীড়ামোদি মানুষ ও পরিবারের সদস্যরা আনন্দ উল্লাসে মেতে উঠে। একপর্যায়ে প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স ও মা মমতাজ খাতুন মিরা আবেগাল্লুত হয়ে পড়েন। একপর্যায়ে সাংবাদিকদের কাছে তাদের অনুভূতি ব্যক্ত করেন।