সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ২১ টন আম ধ্বংস
সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দেবহাটায় ২০ টন ও আশাশুনিতে আটশ কেজি রাসায়নিক দিয়ে পাকানো গোবিন্দভোগ আম জব্দ করে ধ্বংস করা হয়েছে।
দেবহাটা ফুটবল মাঠে বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে ট্রাকের চাকায় পিষে ২০ টন আম ধ্বংস করা হয়। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত থেকে বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি ট্রাক ও পিকআপসহ ২০ টন আম জব্দ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।
বুধবার সকাল ১০টার দিকে আশাশুনিতে উদ্ধার হওয়া আটশ কেজি রাসায়নিকে পাকানো গোবিন্দভোগ আম জব্দের পর উপজেলা পরিষদ চত্বরে পিকআপের চাকায় পিষে নষ্ট করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমান। এ সময় নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম সংগ্রহের অভিযোগে মাসুদ রানা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাসুদ রানা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসাদুজ্জামান মোড়লের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা দেবহাটা ও আশাশুনির ইউএনও জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ করে রাসায়নিক দিয়ে পাকিয়ে বিক্রির চেষ্টা করলে এ ধরনের অভিযান চলতে থাকবে।