সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/12/savar-pic.jpg)
সাভার মডেল থানা। ছবি : এনটিভি
সাভারে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত পাঁচ ডিসেম্বর খনিজনগর এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত যুবক সোহেল ৪০ বছর বয়সী এক গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ওই গৃহবধূ স্থানীয়দের সহযোগিতায় ওই দিন রাতেই সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ খনিজনগর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী যুবককে গ্রেপ্তার করে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ধর্ষণকারী যুবককে আদালতে পাঠানো হয়েছে।