সাভারে ধর্ষণের অভিযোগে দালালচক্রের প্রধান গ্রেপ্তার
সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে দালালচক্রের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইমাম হোসেন (৩৫)। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ গ্রামে।
পুলিশ জানায়, সাভারের আমিনবাজারের হাজিবাড়ি এলাকায় জিয়াউর রহমানের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকেন ওই গৃহবধূ (২৩)। পরে ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ভারতে পাঠিয়ে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে তিন মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন গ্রেপ্তারকৃত ইমাম হোসেন। পরে ওই গৃহবধূকে ভারতে পাঠাতে পাঠাতে পারেননি এবং বিয়ে করতেও রাজি হননি। তাই গতকাল রাতে ওই গৃহবধূ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত দালালচক্রের প্রধান ইমাম হোসেনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় পুলিশ রাতেই মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সবুর খান বলেন, ‘গ্রেপ্তারকৃত ইমাম হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’