সাভার বাজারের ফুটওভার ব্রিজ যেন মরণ ফাঁদ
সাভারে একটি ফুটওভার ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সঠিক তদারকি ও মেরামত না করায় ব্রিজের অসংখ্য পাটাতনে ফাটল দেখা দিয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়েই প্রতিদিন এই ব্রিজটি দিয়ে পার হচ্ছে অসংখ্য মানুষ।
জানা যায়, দুই বছর আগে ব্যস্ত সড়ক পারাপার হওয়ার জন্য ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় ফুট ওভার ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কিন্তু ব্রিজটিতে গত কয়েকদিনে সিঁড়ির পাটাতনসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এবং কিছু পাঠাতন ভেঙে পড়ে যায়। এতে ঝুঁকি নিয়েই প্রতিদিন মানুষ পারাপার হচ্ছে। যেকোনো সময় ফুট ওভার ব্রিজটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। মানুষ নিরাপদে পারাপারের জন্য ফুটওভার ব্রিজটি রক্ষণাবেক্ষণ না করায় চরম ঝুঁকিতে থাকলেও সওজ কর্তৃপক্ষকে মেরামত করতে দেখা যায়নি।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, আমিনবাজার, রেডিও কলোনি, বিশমাইল, জাহাঙ্গীরনগর ডেইরি গেট, প্রান্তিক গেট ও নবীনগর এলাকায় তিনটিসহ মোট ১১টি ফুটওভার ব্রিজে প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পথঘাটে এভাবেই প্রতিনিয়ত সর্বস্ব হারাচ্ছে অসহায় পথচারীরা। ফুটওভার ব্রিজগুলোর আরেকটি অন্যতম সমস্যা নারীদের হয়রানি। প্রায়ই নারীরা ফুটওভার ব্রিজগুলোতে যৌন হয়রানির শিকার হচ্ছে। রাতের বেলা যখন লোকজনের আনাগোনা কমে যায়, তখন ইভটিজারদের দৌরাত্ম্য বেড়ে যায়। কারণ, ব্রিজগুলোতে অবস্থানকারী ভাসমান মানুষ ও হকার থাকে। প্রথমেই তাদের শনাক্ত করা যায় না। কিন্তু এদের বেশিরভাগই নানা মাদকদ্রব্যে অভ্যস্ত। ফলে মাদকের টাকা জোগাড়ের জন্য তাদের লক্ষ্যই থাকে পথচারী। তাই ফুটওভার ব্রিজ থেকে হকার, ভাসমান ও ছিন্নমূল মানুষ এবং মাদকসেবীদের আখড়া নির্মূল করা জরুরি হয়ে পড়েছে। ফুটওভার ব্রিজগুলোর বেশিরভাগেই বাতি নেই। ফলে এগুলো রাতে অন্ধকারে নিমজ্জিত থাকে। তাই প্রতিটি ফুট ওভার ব্রিজে পথচারী নিরাপত্তায় পর্যাপ্ত আলো কিংবা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা উচিত বলে মনে করে জনসাধারণ।
এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আব্দুস সালাম বলেন, ফুট ওভার ব্রিজটি মেরামত ও পথচারীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে দ্রুত।
এ বিষয়ে জানতে চাইলে সওজের কল্যাণপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. মারুফ হাসান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। সড়ক সম্প্রসারণের কাজ চলছে। ওই প্রকল্প থেকেই ফুটওভার ব্রিজগুলোতে পরিবর্তন আসবে।’