সারা দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যে শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে সারা দেশে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
এনটিভি জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন :
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা : জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালন উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজন করে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সভায় বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. আওলিয়ার রহমান ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন মুক্তা বক্তব্য দেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মানুষের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। মানুষের আচরণের পরিবর্তন হতে হবে। আইন না মানার প্রবণতা মানুষের মধ্যে আছে। সুনাগরিক হিসেবে কিছু দায়িত্ব পালন করতে হবে। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। যাতে অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। সড়কে মানুষ পারাপারের জন্য জেব্রাক্রসিং তৈরি ও বিলবোর্ড লাগাতে হবে পথচারীদের সচেতনা বৃদ্ধির জন্য।
রশিদ আল মুনান, পিরোজপুর : দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের বাস টার্মিনাল থেকে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএর আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু মো. সাজ্জাদ হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক বিভাগের নির্বাহী পরিচালক তুহিন আল মামুন, বিআরটিএর ইন্সেপেক্টর আব্দুল মতিন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হালদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
এ সময় বক্তারা বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস কেন হলো, আমরা কেন এ দিবটি পালন করি তা আমাদের জানতে হবে। সড়ক দুর্ঘটনায় প্রতি বছর কয়েক হাজার হাজার মানুষের মৃত্যু হয়। আমাদের বেশিরভাগ বাজার দোকান রাস্তার পাশে বাজারের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে মানুষ অনেক অসচেতন ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। একটি দুর্ঘটনা শুধু একজনেরই প্রাণ নেয় না পথে বসিয়ে দেয় একটি পরিবারকে। জীবন চলে গেলে আর তা ফিরে পাওয়া যায় না। তাই আমাদের সচেতন হতে হবে। সড়কে প্রতিযোগিতা নয়। নিরাপদ সড়ক, নিরাপদ যাত্রা। অধিক সচেতনতা নিয়েই আমাদের চলাচল করতে হবে।
এস এম উমেদ আলী, মৌলভীবাজার : জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।আজ সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে শোভাযাত্রাটি আদালত সড়ক হয়ে শহরের চৌমুহনা এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মো. নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক, পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা ও পুলিশ সদস্যরা।
হালিম খান, নাটোর : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবহণ মালিক-শ্রমিকদের প্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা পরিবহণ মালিক-শ্রমিকদের গতিসীমা মেনে যানবাহন চালানোর আহ্বান জানান জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া : আজ সকালে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। সভায় জেলা বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ আলী আহসান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পরিবহণ মালিক-শ্রমিকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। পরিবহণের সঙ্গে জড়িতরাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। তাই একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পরিবহণ ব্যবস্থা পরিচালনা করলে সড়কে প্রাণহানি কমে আসবে বলে জানান বক্তারা।
সভায় জেলা বাস-মিনিবাস, ট্রাক মালিক-শ্রমিক সমিতির নেতারাসহ বিআরটিএর কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন এনজিও সংস্থা স্বনির্ভরের নির্বাহী পরিচালক এস এম শাহীন।