সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন
সারা দেশে যথাযথ ভাবগাম্ভীর্য আর আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজ বুধবার ঈদের দিন সকালে নামাজ আদায় শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তারপর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
নিজস্ব প্রতিবেদক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
করোনার মহামারিজনিত ভিন্ন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে ঈদের নামাজে অংশ নেন সর্বস্তরের মানুষ। করোনার এ সময়ে মসজিদে প্রবেশে ছিল পুলিশি কড়াকড়ি। মাস্ক পরিধান এবং হ্যান্ডস্যানিটাইজার দিয়ে জীবাণুনাশ নিশ্চিত করে মুসুল্লিদের মসজিদে প্রবেশ করানো হয়। জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদে অনুষ্ঠিত হওয়া এই ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
সব ভেদাভেদ ভুলে বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিরা ঈদের জামাতে নামাজ আদায় করেছেন। খুতবা শেষে মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলমানের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া করা হয় ভিন্ন পরিস্থিতিতে করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্যও। এরপর এক ঘণ্টা বিরতি দিয়ে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় আরও চারটি ঈদ জামাত।
বতর্মান করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ১২ জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : করোনা মহামারির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রধান দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭ টার দিকে প্রথম জামাত ও সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ মাওলানা আবু তালেব মো. আলা উদ্দীন আল কাদেরী। এ সময় মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামনের কঠিন পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিতভাবে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান।
দ্বিতীয় জামাতে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মো. সিদ্দিকী ইমামতি করেন। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন লালদীঘি শাহী জামে মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এ ছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে একটি করে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব মেনে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে নগরীর বিভিন্ন স্থানে পশু জবাই করা হয়।
মারুফ আহমেদ, সিলেট : করোনা মহামারিতে এবারও সিলেটে মসজিদে মসজিদে ঈদের জামাত আদায় করা হয়। সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
এ ছাড়া নগরীর অন্যান্য মসজিদেও সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বিভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া : স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে কুষ্টিয়ার ১৫০ মসজিদে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭ টায় কুষ্টিয়া কেন্দ্রীয় বড় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ নেন।
নামাজ শেষে করোনা মহামারি থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে মুক্তিদানে বিশেষ দোয়া চেয়ে মোনাজাত করা হয়।
এ ছাড়াও দৌলতপুর, মিরপুর, কুমারখালী, খোকসাসহ কুষ্টিয়ার ছয়টি উপজেলায় পৃথক পৃথকভাবে কয়েক দফায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানি দেন।
শ. ম সাজু, রাজশাহী : বিভাগীয় শহর রাজশাহীতে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ মখদুম দরগা জামে মসজিদে। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদরাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৮টায়।
সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সকাল পৌনে ৮টায় নগরীর কাদিরগঞ্জ এলাকার বায়তুল আমান আহলে হাদিস জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
করোনা সংক্রমণের আশঙ্কায় নগরীর বেশিরভাগ এলাকায় ঈদগাহের পরিবর্তে মসজিদে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে অংশগ্রহণকারীরা মাস্ক ব্যবহার করলেও বেশিরভাগ ক্ষেত্রে তারা সামাজিক দূরত্ব মানেননি। শিশুদেরও ঈদ জামাতে অংশ নিতে দেখা গেছে। ঈদ জামাতকে ঘিরে মসজিদগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা দিতে দেখা গেছে।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আজ সকালে বিভিন্ন মসজিদে মসজিদে একাধিক জামাতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। জেলা জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর।
নামাজ শেষে করোনা থেকে মুক্তিসহ দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া শহরের টেংকের পাড় জামে মসজিদ, সদর হাসপাতাল জামে মসজিদ, শেরপুর জামে মসজিদ, মদিনা মসজিদসহ বিভিন্ন মসজিদে সকাল ৮টা থেকে একাধিক জামাতের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। পরে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি দেওয়া হয়।