সিরাজগঞ্জে আত্মগোপনে থাকা যুবক এক বছর পর উদ্ধার
সিরাজগঞ্জে অপহরণের মামলা দায়েরের এক বছর ২৮ দিন পর আত্মগোপনে থাকা মো. শাহিন আলমকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
গতকল শনিবার রাতে মো. শাহিন আলমকে উদ্ধার করা হয় বলে আজ রোববার বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়।
উদ্ধার হওয়া শাহিন আলমের বাড়ি জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরিতে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম জানান, ২০২০ সালের ১৪ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহিন আলমকে অপহরণ করার অভিযোগে তাঁর মা মাজেদা খাতুন বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা করেন। এতে একই উপজেলার প্রতিপক্ষ মো. হোসেন আলী, হাসেন আলী, মুনসুর আলী, মো. রাকিব, মো. আব্দুল কাদের, মো. ফজল ও জহুরুল ইসলামকে আসামি করা হয়। মামলা চলাকালীন শাহিন আলমের মায়ের মীমাংসার জন্য অর্থ দাবি, তদন্তে অসহযোগিতাসহ নানা কারণে সন্দেহের সৃষ্টি হয় পুলিশের। একপর্যায়ে জেলা গোয়েন্দা পুলিশ মামলাটির দায়িত্ব নিয়ে গতকাল শনিবার রাতে সদর উপজেলার কড্ডা এলাকা থেকে অপহরণের নামে আত্মগোপনে থাকা শাহিন আলমকে উদ্ধার করে। এ বিষয়ে শাহিন ও তাঁর মায়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।