সিরাজগঞ্জে বাসের ধাক্কায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/25/sirajgonj_accident.jpg)
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই যাত্রী। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে উত্তরাঞ্চল থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হন।
আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।