ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল শনিবার (২১ ডিসেম্বর) এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। দেশটির মিনাস গেরাইস রাজ্যে হওয়া এই দুর্ঘটনায় বাসটির সঙ্গে আরও দুটি ট্রাক ও বাসের সংঘর্ষের পর তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় আহত আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার সিভিল পুলিশ। খবর এএফপির।
ব্রাজিলের হাইওয়ে পুলিশ (পিআরএফ) জানিয়েছে, ২০০৭ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এই দুর্ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।
পিআরএফের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্যে জানা গেছে ‘সম্ভবত’ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক থেকে গ্রানাইটের একটি ব্লক বাসটিতে আঘাত করে। এর ফলে স্থানীয় সময় ভোর ৪টার দিকে বাসটির একটি টায়ার বিস্ফোরিত হয় এবং চালক সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও ট্রাকটিকে আঘাত করে। এ সময় পেছন থেকে আরেকটি বাস ওই বাসটিকে সজোরে আঘাত করে। ত্রিমুখী এই সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি সাউ পাউলো শহর থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের ভিটোরিয়া দ্য কনকুইস্টাতে যাচ্ছিল।
স্থানীয় ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, পুড়ে যাওয়া লোকদের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে নিহতের প্রকৃত সংখ্যা এখনই জানা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, নিহত অনেক লোক ভেতর আটকা পড়েছিল।
এদিকে, এই ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট লুলা দা সিলভা দেশের নাগরিকদের বেঁচে যাওয়া লোকজনের সুস্থতায় প্রার্থনার অনুরোধ জানিয়েছেন। হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’