কপ-৩০ সম্মেলনে আগুন, সরিয়ে নেওয়া হলো অতিথিদের
ব্রাজিলের বেলেম শহরে কপ-৩০ জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সম্মেলনে অতিথিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
ব্রাজিলের পর্যটনমন্ত্রী সেলসো সাবিনো জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তিনি বলেন, ‘এখানে একটি ছোট আগুন লেগেছে। এটি যেকোনো বড় অনুষ্ঠানেই ঘটতে পারে। এমন ছোট আগুন পৃথিবীর যেকোনো জায়গায় ঘটতেই পারে।’
আয়োজকরা জানান, সম্মেলনে অংশগ্রহণকারীদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং ছয় মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
জাতিসংঘ ও কপ-৩০ সম্মেলনের নেতাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, আগুনের ধোঁয়ায় আহত ১৩ জনকে চিকিৎসা দিতে হয়েছে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এবারের কপ-৩০ সম্মেলনটি ব্রাজিলের প্যারা রাজ্যের বেলেম শহরে হচ্ছে। রাজ্যটির গভর্নর হেল্ডার বারবালহো ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোনিউজকে বলেছেন, জেনারেটরের ত্রুটি বা শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প
কপ-৩০ সম্মেলনের অন্যান্য অংশে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন বারবালহো।
সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ঘটনার ভিডিও ক্লিপে ভয়াবহ দৃশ্য দেখা গেছে। নিরাপত্তা কর্মকর্তারা অংশগ্রহণকারীদের অনুষ্ঠানস্থল থেকে দ্রুত বেরিয়ে যেতে নির্দেশ দিচ্ছিলেন।
গত ১৩ নভেম্বর ইউএনএফসিসিসির কর্মকর্তা সাইমন স্টিয়েল ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার সরকারকে এক চিঠিতে সম্মেলনস্থলে ত্রুটিপূর্ণ দরজা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা সম্পর্কে জানিয়েছিলেন। ওইদিন ব্রাজিল সরকার এক বিবৃতিতে জানায়, জাতিসংঘের সব অনুরোধ পূরণ করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক