রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট এ ভূমিকম্প অনুভূত হয়।
আরও পড়ুন : ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এ ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী থেকে পশ্চিম দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ভূমিকম্পটি শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।
ঢাকা এবং এর আশপাশের এলাকা ছাড়াও চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
নোয়াখালী থেকে এনটিভির প্রতিবেদক মো. মাসুদ পারভেজ জানান, নোয়াখালীতে সকাল ১০ টা ৪০ মিনিটের সময় প্রচণ্ড বেগে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় অনেককেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়। নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এই অঞ্চলে কতমাত্রার ভূমিকম্প অনুভূত হয় তা নির্ধারণ না হলেও কেন্দ্র থেকে ৫.৭ মাত্রার ভূমিকম্প নির্ধারণ করা হয়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় চলে আসলেও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক