শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
জাপানের পশ্চিমাঞ্চলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করেনি দেশটির আবহাওয়া কার্যালয়।
স্থানীয় সময় আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এএফপির।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ৫.৮ মাত্রার কাছাকাছি বা সামান্য কম ছিল।
জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে জাপানের শিন্দো স্কেলে কম্পনের মাত্রা পাঁচের কিছুটা বেশি ছিল।
দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার ছোট ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। এসব অঞ্চলে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
ইউটিলিটি কোম্পানি চুগোকু ইলেকট্রিকের বরাত দিয়ে এনএইচকে জানিয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিমানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অপারেটর জেআর ওয়েস্ট জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিনকানসেন বুলেট ট্রেন নেটওয়ার্কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভূমিকম্পের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)