সীতকুণ্ডে বিস্ফোরণ : ফায়ার সার্ভিসে নিহত বেড়ে ৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ জন কর্মী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিহতদের মধ্যে আট জনের নাম জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার।
ফায়ার সার্ভিসের নিহতদের নামের তালিকা :
১. মো. রানা মিয়া, ফায়ার ফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, (নিজ জেলা : মানিকগঞ্জ)
২. মনিরুজ্জামান, নার্সিং অ্যাটেনডেন্ট, কুমিরা ফায়ার স্টেশন, (কুমিল্লা)
৩. আলাউদ্দিন, ফায়ার ফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, (নোয়াখালী)
৪. মো. শাকিল তরফদার, কুমিরা ফায়ার স্টেশন।
৫. মিঠু দেওয়ান, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, (রাঙ্গামাটি)
৬. নিপন চাকমা, লিডার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, (রাঙ্গামাটি)
৭. রমজানুল ইসলাম, ফায়ার ফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, (শেরপুর)
৮. সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ার ফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, (ফেনী)
ফায়ার সার্ভিসের নিখোঁজদের নামের তালিকা :
১. মো. ইমরান হোসেন মজুমদার, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, (চাঁদপুর)
২. শফিউল ইসলাম, ফায়ার ফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, (সিরাজগঞ্জ)
৩. মো. রবিউল ইসলাম, ফায়ার ফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, (নওগাঁ)
৪. ফরিদুজ্জামান, ফায়ার ফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, (রংপুর)
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ১২ জন নিখোঁজ ছিলেন। মরদেহ পাওয়া গেছে ৯ জনের। এর মধ্যে পরিচয় শণাক্ত করা গেছে ৮ জনের। বাকি নিখোঁজ চার জনের মধ্যে উদ্ধার হওয়া মরদেহটি কার তা শনাক্ত করার চেষ্টা চলছে।
শনিবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের পর এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা। এ ছাড়া আশপাশের বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। রাসায়নিক থাকায় একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে হতাহত হন। পুড়ে যায় ফায়ার সার্ভিসের একটি গাড়িও।
গতকাল শনিবার রাত ৯টার দিকে বিস্ফোরণের পর থেকে আজ রোববার সময় রাত সোয়া ৮টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার প্রায় ২৪ ঘণ্টা হতে চললেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।