সুঁই ঢুকিয়েছেন স্বাস্থ্যকর্মী, বের করেছেন কাউন্সিলর!
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গণটিকা কার্যক্রম শুরু করেছে। আজ শনিবার থেকে সারা দেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। এই যেমন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডে মোট ৭০০ জনকে টিকা দেওয়া হয়েছে আজ।
৫৫ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুল আওয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বর্তমান কাউন্সিলর ও কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. নুরে আলম। টিকা দেওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের অনেকেই উপস্থিত ছিলেন।
৫৫ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, কাউন্সিলর নিজ হাতে একই ওয়ার্ডের হযরত নগর ঝাউলাহাটির বাসিন্দা হাজি মজিবর রহমান নামের একজনের শরীরে টিকা পুশ করেন। পুশ করে রাখা অবস্থায় অনেকে মিলে ছবিও তোলেন। সে সময় সেখানে স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরে এই প্রতিবেদক যোগাযোগ করেন কাউন্সিলর মো. নুরে আলমের সঙ্গে। আপনি নিজে একজনের শরীরে সুঁই ঢুকিয়ে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি সুঁই ঢুকাইনি। স্বাস্থ্যকর্মী সুঁই ঢুকিয়েছিলেন, আমি টেনে বের করেছিলাম।’
নুরে আলম আরও বলেন, ‘আমার ওয়ার্ডে আজ প্রচুর লোকজন এসেছিলেন টিকা দেওয়ার জন্য। অন্তত দেড় হাজার মানুষ হবে। কিন্তু সব মিলিয়ে টিকা দেওয়া হয়েছে ৭০০ জনকে। আজ যাদের টিকা দেওয়া সম্ভব হয়নি, বাকিদের আগামীকাল রোববার এবং সোমবার গণটিকা কার্যক্রম চালানো হবে আমার ওয়ার্ডে। সরকারের পাশাপাশি মানুষও এখন করোনারোধে অনেক সচেতন হয়েছে। এটা ভালো লাগার বিষয়।’
নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা অনুযায়ী, কাউন্সিলর নুরে আলমের পেশা ব্যবসা। তিনি তুহিন এন্টারপ্রাইজের মালিক। শিক্ষাগত যোগ্যতার ঘরে কাউন্সিলর লিখেছেন ‘স্বশিক্ষিত’।