সুনামগঞ্জে পুলিশের মাস্ক বিতরণ
সুনামগঞ্জ পৌর শহরের মানুষজনের মধ্যে করোনা সচেতনতা বাড়াতে ও স্বাস্থবিধি মেনে চলতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় তাদের জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের আলফাত উদ্দিন স্কয়ার, পুরাতন বাসস্টেশন, কালীবাড়ী পয়েন্ট, মধ্যবাজার, সুরমা মার্কেটসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে এই সচেতনতামূলক মাস্ক বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।
মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান, পরিদর্শক (তদন্ত) নূরে আলম, এসআই প্রদীপ কুমার চক্রবর্তী, এসআই জিন্নাতুল ইসলাম প্রমুখ।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান জানান, সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে মৃত্যু বৃদ্ধি পাওয়া সরকার ঘোষিত লকডাউন চলছে। কিন্তু শহরের মানুষের মধ্যে তারপরও তেমন সচেতনতা দেখা যাচ্ছে না। স্বাস্থবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা দেখা যাচ্ছে। তাই সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে আজ দুপুরে শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় ঘরের বাহিরে বের হলে মাস্ক বাধ্যতামূলক পরতে নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে লকডাউনে দোকানপাট ও যান চলাচলে সরকারের দেওয়া নির্দেশ পালনের জন্য সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে। শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।