রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
রাজধানী ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
আজ বুধবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে বিস্ফোরক আইন, চাঁদাবাজি, মাদক, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো— গোলাম মোস্তফা (৪৮), ইমরান (৩৫), জাকির মল্লিক (৩২), মিরাজ (২৮), সাঈদ (২৮), তাজু (২৭), রুবেল (২৫), শরিফুল (২৫), বাদশা (২৪), সুমিত (২৩) ও কাউসার হাসান (২২)।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)